যদি, শারীরিক অনুবাদ মেনে
আবেদন রোপতে জানো -
কবিকে নিবেদন করো কবিতার,
এবং প্রেমিককে প্রেমের।
তোমাকে কখনো ফিরতে হবে না।
দেখবে কবিতার ডানায় -
পাহাড় ছুঁয়েছে মেঘ
কবিকে ছুঁয়েছো তুমি
তোমাকে ছুঁয়েছে প্রেম।
তোমার চোখের কানির্শে
স্বর্গের মরীচিকা এঁকে
না ফেরার শর্তে ডুবে যেতে রাজি
নতজানু নাবিক-প্রেমিক।
আনা, তোমার ষোড়শী চোখের
অমোঘ আবেদন পাঠ করার পর
এমন পাথুরে হৃদয় কার, যে -
তোমাকে উপেক্ষা করে যাবে?
আমি তো কেবল কোথাকার
সামান্য এক জরাজীর্ণ মানুষ।
১৫০৫২০১৮
প্রফেসর'স লজ।