নির্বোধ আজ হয়েছি আমি
           মায়ায় তোমার পরে,
আমাকে তোমার সঙ্গী কর
           মিনতি তোমার তরে।

তোমায় আমি বাসি ভালো
            মানছো না’ক তুমি,
কেন এমন মন গো তোমার?
            ভাবনার মরুভূমি।

লোভ লালসা করি না’ক-
বাসলে ভালো কাছে ডাক-
শিকল করে বেঁধে রাখ -

রচনা কালঃ ১১-০৯-১৭ ইং