চারিদিকে অদৃশ্য হানা
কেউ শোনে না কারো মানা
মেলে ধরে আপন ডানা
চলছে হেলেদুলে,
এই আমাদের ছোট্ট দেশে
হয়তো দেখব অবশেষে
লাশগুলো সব যাচ্ছে ভেসে
পদ্মা-মেঘনার জলে।
তবু সবার একই কথা
লকডাউনের বাধকতা
পায় কি দিতে নিশ্চয়তা
জীবন রক্ষা করার ?
আমি বলি মূর্খ লোকে
এই সমস্ত প্রলাপ বকে
সাধ্য কার তোমায় রোখে
সময় এলে মরার!!
জীবন অতি ক্ষুদ্র তবে
যতক্ষণ এই প্রাণটা রবে
সুস্থ ভাবে বাঁচতে হবে
মাস্ক পরিও মুখে,
একটুখানি কষ্ট হলেও
ঘরে থেকো রাত পোহালে ও
অহেতুক যেও না কেউ
কারোর সম্মুখে।।