শিশুকাল ছিল মোর অনেক সুখের,
মধু মিঠা কথা ছিল সবার মুখের।
বলতো সবাই মোরে 'লক্ষ্মীটি আয়',
পারি দেবো সুখ নদী বিজলীর ন্যায়।
কোলে তে তুলিয়া মোরে করতো আদর,
প্রতি পদে অনুভবে নব নব ভোর।
যা কিছু পাবার ছিল পৃথিবীর থেকে,
সবই দিয়েছে মোরে স্বার্থ টা রেখে।
চাওয়ার আগে সব জুটেছিল ভালে,
এত সুখ থাকে কি গো সবার কপালে!
পৃথিবীর এই ঋণ শুধিব কি রূপে?
যতটা শক্তি আছে এই মোর মনে,
বিলাতে পরবো কি-না প্রতি জনে জনে!
ভেবে ভেবে আজ আমি ধ্বংসস্তূপে।