মায়ের প্রতি
রাখলে প্রীতি
পাবে শান্তি
অন্তরে,
বাসবে ভালো
জ্বালবে আলো
বলি কালো
মন তোরে।
নদীর জলে
গা ভেজালে
লোকে বলে
পরিষ্কার,
মাকে চুমি
দিলে তুমি
পাবে ঊর্মি
পুরস্কার।
ঊষা আসে
মন আকাশে
যখন হাসে
জননী,
সেই তো প্রবর
রাখলে খবর
হবে সে তোর
শরণী।