শিশুকালে যদি কেউ না পায় সেবা,
কে করিবে তাকে আর বড়তে সেবা?
শিশুকালে ছিল যে সবার ঘৃণ্য,
কভূ না মুছিবে তার সেই চিহ্ন।
চারা গাছের যদি যত্ন না হয়,
সেই গাছের কি ফল ভালো হয়?
তেমনি শিশুরাও একি মতন,
বুক ভরে দাও আদর,কর যতন।
আদরে আদরে যদি হয় তারা বড়,
পৃথীবির সব সুখ করবে জড়ো।
সেবা পাওয়া শিশুদের কোমল হয় মন,
হয় না কভূ তারা কারও দুশমন।
তারা হয় একদিন সমাজের কুল,
যেন-কুসুমিত ফুল।
বড় হয়ে হয় তারা জাতীর কান্ডারি,
যেন-দরিয়ার তরী।
মরেও তারা হয় অমর পাখি,
যেন-সবার আঁখি।।