জীবন আমার পড়েছে কাতর হয়ে
শুধু মানুষের ভয়ে,
দেখবি যদি আমার সাথে চল
মানুষের রক্তের ঢল।
ডাস্টবিনে পড়ে আছে গোলাপ ফুল
বালিকার কালো চুল,
এ সবই করে পৃথীবির লোক
যেন তারা জোঁক।
বসে বসে সব শুষে শুষে খায়
কাছে যা পায়,
এ সব মানুষ যেন বনের পশু
মানেনা বৃদ্ধ শিশু।
পান করে শুধু তারই রক্ত
ছিল যার ভক্ত,
যার খায় যার পরে কালে কালে
তাকেই পেঁচায় জালে।।
রচনাকাল-২২/০৭/২০০৮ ইং
পাইলট হাই স্কুল মাঠ,ভূরুঙ্গামারি