যদি বলি- ও শহুরে বাবু
দিই এক টুকরো জমি,
আবাদ করে সোনার ফসল
যতন কর তুমি।
হয়তো তখন বলবে তুমি
এ নয় আমার কাজ,
চেষ্টা করে দেখ তুমি
অন্য কোথাও আজ।
আবার যদি বলি তোমায়
ক্ষেতে আছে ধান,
কেটে আন মাথায় করে
গাইতে গাইতে গান।
হয়তো এবার বলবে তুমি
কাটবো কেমন করে,
গাইতে গেলে চাষিদের গান
গলা ভেঙ্গে পরে।
ফের বলছি-উঠোনে আমি
রেখেছি ধানের আটি,
মাড়িয়ে সে ধান তুমি এবার
কর পরিপাটি।
বলতে পারো দ্বিধা করে
এবার আমায় তুমি,
পারবো না ভাই! কষ্ট করে
মাড়িয়ে দেখাও তুমি।
অবশেষে বলছি আমি
ফুলিয়ে নিজের বুক,
মাঠ আর ফসলের মাঝে
চাষির সর্ব সুখ।।
রচনাকাল-১৭/০৪/২০০৮ ইং
নিজ বাড়িতে