গোলাপের মত সুন্দর ছিনু
পাখির মত স্বাধীন,
স্বাধীনতা সে মূর্ছা গেছে
দমকা ঝড়ের দিন।

সেদিন আমার স্বাধীন দুয়ারে
কপাট গেছে লেগে,
আজ অবধি স্বাধীনতা সে
উঠল না’তো জেগে।

বন্ধ কপাট স্বাধীনতাকে
করে দিয়ে বন্দি,
ডুবছে নিজেই তুষার তলে
করে শত ফন্দি।
****************
আমি আর চাই না হতে
শান্ত আগের মত,
হতে চাই আজ চির দুর্জয়
অম্লান অক্ষত।।