না করুক মোদের সাহায্য কেউ
নাই দিল ভিক্ষা,
তবু মোরা চাই ইসলামি শাসন
চাই ইসলামি দিক্ষা।
মোদের দেশের আহার যারা
খায় বসে বসে,
তাদের করবো উৎক্ষাত মোরা
রাখবো না’কো দেশে।
তোমরা সবাই হও সচেতন
ওগো মুসলমান,
ইসলামের জন্য দিব সবাই
দিব মোদের জান।
রাখবো না’কো এদেশ মোরা
অত্যাচারির হাতে,
মানবো তাকেই শাসক মোরা
শান্তি মিলবে যাতে।
বন্ধ করে সব আয়োজন
আমরা মুসলমান,
খোদার হুকুম করবো পালন
গাইবো তারই গান।।