কাব্য আমার হৃদয় পটে
অঙ্কিত হয়ে আছে,
লিখে যাব ক্ষণে ক্ষণে
যতদিন প্রাণ বাঁচে।
কাব্য জগৎ সুখের জগৎ
সুখের ঘনঘটা,
কাব্যের মত সুখের ধরা
বল আছে ক’টা?
কাব্যে যতই ভাষা থাকুক
কঠিন ও কর্কশ,
পড়তে গেলে দেখবে কাব্যে
অফুরন্ত রস।
কাব্য যদি জীবন প্রদিপ
না পারে জ্বালাতে!
তবে কেন কাব্য পড়
তোমার পাঠশালাতে?
কাব্য শুধু কাব্য তো নয়
কাব্য মহান বাণী„
কাব্য যেন সমুদ্র তলার
মহা মূল্য মনি।।
১৭/০৪/২০১৩ ইং
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম