আমার কথা কেউ শোনেনা-
আমি না’কি ছোট?
আমাকে সবাই করে হেলা।
আমার কথা কেউ শোনেনা-
আমি না’কি অবুঝ?
আমি না’কি খোকা?
আমি না’কি স্বার্থলোভী?
মাথায় বিছে,পোকা।
আমার কথা কেউ শোনেনা-
আমার বুদ্ধি অল্প,
আমি না’কি মিছে কথায়
মিষ্টি করে সবার কাছে
বানিয়ে বলি গল্প?
আমার কথা কেউ শোনেনা-
আমি না’কি ভন্ড?
আমি না’কি চুপি চুপি
সেজে সেজে বহুরুপি
সব কিছুতে লাফিয়ে পরে
করে ফেলি পন্ড?
আমার কথা কেউ শোনেনা-
আমার কথা থাক,
আমার কথা লিখছি কেন?
মনের কথা বলছি কেন?
আমার কথা কি কেউ শুনবে?