ভাষার গান গাইবো কি আর
গাইবো যে কোন সূরে?
বাংলা ভাষা সব সূরেতেই
আছে হৃদয় জুড়ে।
বাংলা বাংলা বাংলা শুধুই
আমার প্রাণের ভাষা,
বাংলায় আমার কান্না হাসি
বাংলায় ভালো বাসা।
বাংলা ভাষার প্রতিটি অক্ষর
বর্ণ মাত্রা শব্দ,
মোর হৃদয়ের প্রতিটি নিশ্বাসে
হয় উপলব্ধ।
বাংলা কি যায় ভোলা ভাই?
কোনো বাঁধা পেয়ে,
কলিজা ঠান্ডা হয় যে মোর
বাংলার গান গেয়ে।