বলি আমার মন কে
খোঁজ এমন জন কে
সব কিছু ভূলে
মনোদ্বার খুলে
যে বুঝিবে তোমাকে।
মন আমায় বলে ভাই
এই কাজে আমি নাই
খুঁজবো কেমনে?
যে আছে সামনে
আপাতত চলবে তাই।
বেয়ারা তুই মন মোর
সারাক্ষণ করলি চোর
দুনিয়াতে এভাবে
বল তুমি কিপাবে?
এবার তুই উল্টো ঘোর-