এমন জীবন দাও গো তুমি
হে খোদা দয়াময়,
যে জীবনের নেই’কো জ্বালা
নেই কোনো সংশয়।
আল্লাহ আমায় দাও গো তুমি
সকল পাপের ক্ষমা,
পূন্য গুলি করো শুধুই
তোমার খাতায় জমা।
হে আল্লাহ আমার মৃত্যু
তখন তুমি দাও,
পূন্যে পূন্যে ভরবে যখন
আমার সারা গাও।
হে আল্লাহ আমায় তুমি
তখন নিও তুলি,
গাইবো যখন তোমারই গান
সকল কিছু ভূলি।
আল্লাহ তোমার কাছে শুধুই
এই মিনতি করি,
তোমার খাঁটি বান্দা হয়ে
তবেই যেন মরি।।