তোকেই বেসেছি ভালো
তবু বলতে পারিনি,
হয়ে গেলি অন্য কারো
ধরে রাখতে পারিনি।
প্রেমে পড়েছি শুধু
প্রেম তো করিনি,
তোকে না পেলেও পাশে
আমিতো হারিনি।
না হয় পেলাম একটু দুঃখ
তোর ধার তো ধারিনি,
চোখের কোনার একটু জল
ধরে রাখতে পারিনি।
জানি আসবি ফিরে তুই
তাই ভেঙ্গে পড়িনি,
হবি আমার সপ্ন রাণী
এই আশাও ছাড়িনি।