আকাশেতে ঘন মেঘ
পৃথীবি নীথর,
তবু মোর মন আকাশে
রৌদ্র প্রখর।
তুমি এলে তাই বুঝি
আজকে এমন,
তরীটার বুকে পাল
তুললে যেমন।
কত রাত জেগে জেগে
দুঃখ পিয়ে,
লিখেছি যে কত গান
তোমাকে নিয়ে।
তুমি মোর বাহু ডোরে
দিলেই ধরা,
তাই কেটে গেছে সব
জীর্ণ জরা।
ভাবিনি তো আজ এই
অগোছালো দিন,
তোমার আগমনে
হবে রঙিন।
যেতে আর দেবো না’কো
আমি যে তোরে,
স্বপ্ন তুমি চলেই গেলে
কাক ডাকা ভোরে।।