জানি-ভাববে না আর আমায় তুমি
ভাবতে করো ভয়,
ভাববো তবু তোমায় নিয়ে
জানোতো নিশ্চয়।
তুমি-আমার মনের গহিন কোণে
পিল পিলিয়ে চলো,
বাসবে না কি আমায় ভালো?
আজ এখুনি বলো।
তোমার-নয়ন দিয়েই দুনিয়া দেখি
তোমা তরেই বাঁচি,
দুঃখে তোমার কাঁদছি অঝর
সুখে তোমার নাচি।
তোমার-মনটি আজও বড্ড তাজা
মিষ্টি মুখের বাণী,
ভাবতে ভাবতে তোমায় আমি
ভাবছি মনের রাণী।।