বৃষ্টি পড়ে ঝম ঝমা ঝম,
পৃথীবিটা থম থমা থম।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
টিনের চালে ঝাপুর ঝুপুর।
বৃষ্টি এলো কাশবনে,
জাগলো সাড়া আমার মনে।
বৃষ্টি পড়ে সারা রাতি,
জ্বলে নেভে মমের বাতি।
বৃষ্টি পড়ে সকাল দুপুর,
তোমার পায়ে বাঁজে নুপুর।
বৃষ্টি হটাৎ থেমে গেলে,
ছুটে চলি সবি ফেলে।।