ওরে ও ভাই শোন সবাই
বাংলাতে মোর বাড়ী,
যার জন্য বাংলা পেলাম
গান গাইছি তারি।
বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান
মুজিব যে তার নাম,
মানুষ তাকে যায় না বলা
দেয়না যে তার দাম।
মোর হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে
হৃদ পিন্ডের মাঝে,
সকাল সন্ধা সকল সময়
মুজিব নামটি বাঁজে।
মুজিব শুধু মুজিব তো নয়
বঙ্গবন্ধু খ্যাত,
বাংলাদেশে আর কেউ নেই
সম্মানিয় এত।
বাঙ্গালি জাতির কর্ণধার তাই
জাতির পিতা ডাকি,
৭-ই মার্চের রেসকোর্স ময়দান
চোখ বুঝিলেই দেখি।
দুঃখের একটি অমর স্মৃতি
১৫-ই আগষ্ট রাতে,
মৃত্যু সজ্যায় সায়িত মুজিব
বুলেটের আঘাতে।
সকল কথা ভূলে গেলেও
মুজিবকে না ভূলি,
মুজিব আছে হৃদয় মাঝে
এই স্লোগান তুলি।।