ভাবনার আকাশ জুড়ে
হৃদয়ের সপ্ন পুরে
তুমি প্রিয়া থাকো,
তুমি কি আমায় নিয়ে
কখনও হৃদয় মাঝে
সপ্ন ছবি আঁকো?
আমার মনের মাঝে
অনেক কথাই আছে
বলতে তোমায় চাই,
কি করে বোঝাই তোমায়!
তুমি ছাড়া এ ধরায়
ভাবনার কেউ নাই।
ভালোবাসার মানুষ তুমি
তোমায় হাজার চুমি
দিবো ভালোবেসে,
তুমি কি এসব কথা
ভাবছো-বলছি অযথা
উড়িয়ে দিচ্ছ হেসে?
হেসনা তুমি,সত্যি বলছি
এইযে দেখ কানে ধরছি
সব কথাই আমি রাখবো,
ভালোবেসে চিরদিন
ভালোবেসে চিরদিন
তোমার শুধু থাকবো।।