শিশুকালে যদি কেউ না পায় সেবা,
কে'বা করে তাকে আর পরে সেবা।
শিশুকালে ছিলো যে সবার ঘৃণ্য,
কভূও না মুছবে তার সেটা চিহ্ন।
চারা গাছের না যদি প্রবৃত্তি হয়,
সে বৃক্ষটার ফলন কি পর্যাপ্ত হয়?
সেরূপ শিশু,কিশোর একি মতন,
আদর দাও বুক ভরে,কর যতন।
আদর পেয়ে যদি হয় তারা বড়,
পৃথীবির সব সুখগুলো করবে জড়ো।
সেবা পেলে শিশুদের কোমল হয় মন,
কভূ না হয় যে তারা কারো দুশমন।
তারা হয় একদিন সমাজের কূল,
যেন কুসুমিত ফুল।
বড় হয়ে তারা হয় জাতীর কিনারি,
যেন দরীয়ার তরী।
মরলেও তারা হয় অমরার পাখি,
যেন সকলের আঁখি।