তোমার লেখা মুক্তা রাখা শুভ্রময়,
সুন্দর অতি লেখার গতি ছন্দময়-
অটবীর যূথ ত্বরিত চ্যুত হয়ে,
আসছে সবে ত্বদীয় কাব্যে ধেঁয়ে-
জোৎস্না রাত শরৎ প্রভাত অবিরাম,
যেন তোমার নিজ কবিতার শিরোনাম-
গর্ব আমার কাব্য তোমার পড়ছি,
শুনতে বাণী তোমার পাণি ধরছি-
আশায় আছি মরি বাঁচি কোনদিন,
করবো দেখা শুভ্র দাদা একদিন।
উৎসর্গ-শিমুল শুভ্র