আমি বিদ্রোহি কবি নজরুল নই
নই গুরু কবি রবীন্দ্রনাথ,
তবু কিছু বিদ্রোহি কথা কই
কিছু কথার বিস্তার অগাধ।
আমি লিখি কবিতা,গল্প
এবং উপন্যাস,
আমিও কবি মনের কল্প
দেই তোমাদের আভাস।
আমি পড়েছি অনেক কাব্য
অনেক লেখকের বাণী,
আমিও কবি এটাও কাব্য
তাদের মতই জানি।
অন্য সব কবির ন্যায়
লিখে যাই সবি,
হৃদয় আমার সাড়া দেয়
আমিও কবি আমিও কবি।।