কবিতা-তোমার কথাই বলছি
ঘুমের ভাবনা নিয়েও টলছি
হেমন্তের গান,
বসন্তের গান
আরও রসিক তোমার ভাষায়।
তোমার দেখানো পথেই চলছি
তোমার কথাই বলছি-
কবিতা-তোমার কথাই বলছি
অলস দুপুরে নীরবে জ্বলছি
তোমাতেই শান,
তোমাতেই প্রাণ
শপিয়া দিতেছি পাবার আশায়।
কেমন আশার কথা যে তুলছি!
তোমার কথাই বলছি-
কবিতা-তোমার কথাই বলছি
কেমন করে যে তোমাতে গলছি!
তুমি মহীয়ান,
তোমার সে গান
কভুও কাঁদায় কভুও হাসায়।
কিরুপে বলবো সেটাও ভূলছি
তোমার কথাই বলছি-
কবিতা-তোমার কথাই বলছি
পুতুল খেলার মতই খেলছি
পীরিতের গান,
বিদ্রোহের গান
এসবি তোমার গভীরে মেশায়।
সহস্র সম্মান তোমাতে ঢালছি
তোমার কথাই বলছি।।