সুচরিতা তোর দীঘল কালো,
এলোমেলো কেশগুলো
লাগছে আমার খুবই ভালো।।

কোমল,শ্যামল ফুলের মত
ইচ্ছে যত,ক্রমাগত
থাকছে সবই মন আশ্রিত।।

তোর দু নয়ন মায়ায় ভরা,
মনকারা,সঙ্গীহারা
থাকতে না পায় সপন ছাড়া।।

নিপুন গঠন শিশুর তুল্য,
হয় ফুল্ল,কি শৈথিল্য!
না দেয় কেহই সেটার মূল্য।।

হাসিতেই তোর গোলাপ ফোটে,
সূর্য ওঠে,দেহপটে
লাগে সুকুমার বাতের চোটে।।

বিনয় স্বরের তোমার বাণী,
নিশীথিনী,সৌদামিনী
ভেবেই দু কান পেতেই শুনি।।