ভাবছি একটি গানের কথা
ভাবছি একটি সূর
ভাবছি আবার চলেই যাবো
দূর বহুদূর।
ভাবছি মনের দুর্বলতা
ভাবছি সে কোন সীমারেখা
ভাবছি সেটাও ডিঙ্গিয়ে আমি
পার হয়ে যাবো একা।
ভাবছি তোমায় হারার ব্যাথা
ভাবছি জীবন চলবে নারে
ভাবছি তোমার সুখের কথা
না হলে যে যাবো মরে।
ভাবছি না হয় থেকেই যাবো
ভাবছি পিছন ছাড়বো না তোর
ভাবছি কি হবে চলে গিয়ে
জীবন চলার সঙ্গী তুই মোর।।