প্রীতম মাঝি হইছে রাজি
কইছে আজি আনতো কাজী
আনবো তবে শুনতে হবে
সবাই রবে যাহাই কবে।
একোন জ্বালা মনটা কালা
গভীর নালা নাইযে তলা
সাঁতার ভূলে ডুবছে জলে
এই অকালে কেমনে চলে।
আসলে কাজী বললো মাঝি
হইছো পাঁজি মোরল সাজি
দিবিযে রায় পাবিযে শায়
অসদুপায় কি আসে যায়।
না দিলে ঘুষ পাবিনা হুশ
চৌদ্দ পুরুষ বানাবো তুস
টেবিল তলে লুকিয়ে দিলে
সকল ভূলে বেঁচেই গেলে।