সবুজে ভরা এদেশ আমার
সবুজে ভেসে রয়,
অন্য সব রং সবুজের কাছে
মেনে নেবেই পরাজয়।

সবুজ মোর কাছে সবচেয়ে প্রিয় রং
যদি কভূও করি ঢং
সবুজ নিয়ে করি খেলা,
সবুজ এর গান বলতে বলতে
দিই কাটিয়ে বেলা।

এই দেশের সবুজ লাগে খুব ভালো
যেন সেটাই আশার আলো
এই আলোই মোর জান,
এই দেশের লাগি দিতে পারি আমি
মোর মায়াবি প্রাণ।

যেই দেশেই যাই তবু ফিরে ফিরে চাই
সবুজ এই দেশের দিকে,
এ দেশ ছেড়ে থাকলে দূরে
আঘাত লাগে বুকে।।