আজান শুনে মসজিদে চল
বি পথে আর থাকিস না,
যুব কালের এই দেহ বল
অলস করে রাখিস না।

আল্লাহু আকবার  বলে তুই
যেই দাঁড়াবি নামাজে,
দুনিয়াদারি ভুলে রে তুই
থাকবি নব আমেজে।

দুঃখ কষ্ট আর হাহাকার
সবই যাবে দূর হয়ে,
সয়তান হয়ে যাবে কাতর
কাঁপবে শুধু তোর ভয়ে।

সয়তান যখন ব্যর্থ হবে
তোকে দিতে মন্ত্রণা,
ফেরেশতা তোর সঙ্গে রবে
দূরে যাবে যন্ত্রণা।

আমার নবীর শেষ বাণী
নামাজ নামাজ নামাজ
পড়লে নামাজ সবাই জানি
থাকবে ভালো সমাজ।

পড়ব নামাজ শপথ নিলাম
আর না দিব ফাঁকি,
পাপের বোঝা সিঁকেয় দিলাম
করব শুধুই নেকী।।