খড়গ হস্তে চলছে যারা
করতে নির্মূল দুরাশয়
ধ্বনিগ্রহটা সূক্ষ্ম যাদের
চক্ষুদ্বয় যাদের অত্যুষ্ণ
অফুরন্ত বাসনা মনের
করবে সর্ব শান্তি জয়
স্বাদ না জাগে পেছন ফেরা।

এমন মানুষ সৃষ্টি হোক-
মোর দেশে,বলি তাকে কোক
তাদের জন্যই পুষ্প স্রোক।।

-------------------------

--আমার খুব ইচ্ছা জাগলো নতুন কিছু করার।তাই দশপদি কবিতা লিখলাম--