আমার কি আর বলার ভাষা আছে?
অনেক পাপের পাপী আমি
আপন জনের কাছে।
যে জন আমার জন্মদাতা
সে জন রাখল পর করে,
যেই খুঁটিতে ঠেসান আমার
সেই খুঁটি টাই নর বরে।
হৃদয় দিয়ে বাসি ভালো
তবু আমি স্বার্থপর,
লোকের কাছে রাখতে গোপন
দোষ দিই আমার ব্যর্থতার।
হাসি মুখে বরণ করি
জীবনের সব যন্ত্রনা,
উড়ে বেড়াই পাখির মতো
তবু আমি মুক্ত না।
বিশাল মনের মানুষ পেয়ে
অন্তর দিলাম সঁপে তায়,
কখন যেন লাগল এসে
আমার কুড়াল আমার পায়।
বিষে কাতর আমি যখন
হাৎড়াচ্ছি - যাই কোন কূলে!
ঠিক তখনি সেই মানুষ টা
বসাল আমায় ত্রিশূলে।
না জানি কোন দোষে আমি
সবার কাছে অমানুষ,
ও হামিদুর,কবে রে তুই
একটুখানি হবি হুস?
প্রশ্ন শুধু করেই গেলাম
উত্তর ফিরে আসলো না,
ভালোবাসার প্রতিদানে কেউ
আমায় ভালো বাসল না।
ইচ্ছে হলো লিখলাম তাই
দু-চার লাইন অকথ্য,
অনুরোধ ভাই সবার কাছে
খুঁজিবেন না নেপথ্য।।