আমি আমি করিস নে মন
আমি আমার নয়,
আমি আমি করে যে জন
ধ্বংস সে জন হয়।
আমি আমার এই কথাটি
বলিস নে আর কভূ,
ক্ষমা তোকে করবে না তো
দয়ার সাগর প্রভূ।
ভাববি শুধু আমি সবার
গোলাপ বেলীর মত,
তবেই হবে পূর্ণ রে তোর
স্বপ্ন আছে যত।
বিশ্ব জুড়ে মান্য গণ্য
ব্যাক্তি আছে যত,
ছিল তারা জনম ভরা
মানব সেবায় রত।
তুই আমার মন বুঝবি কখন
ভূলবি কখন নিজ,
খোদা আমার মনে তুমি
বোনো ফুলের বীজ।
ফুটবে যে ফুল মনে আমার
গন্ধ আমি তার,
দুঃখি জনের দ্বারে দ্বারে
দিব উপহার।
ছন্দঃ মাত্রাবৃত্ত
রচনা কালঃ ১৪-০৯-১৭ ইং