মা আমার কত ভালো
যেন নয়নের আলো
কেহ না বাসলে ভালো
মা'তো ভালোবাসে
মা যতই দুঃখে থাক
যত ঝড় বয়ে যাক
ছেলে তার সুখে থাক
তাই সুখে হাসে
মায়ের মনের আশা
ছেলে তার হবে খাসা
হোক না দুর্দশা
ছেলে দেবে পাড়ি,অসীমাকাশে
মা নিজেই দুঃখ পুশি
ছেলেকে তো রাখে খুশি
হউক না ছেলে দূষি
তবু ভালোবাসে
আমি যবে যাহা চাই
মা'র কাছে সবি পাই
সন্তানের জন্য রাগ নাই
মায়ের অন্তর আকাশে
যবে আমি ভূগি জ্বরে
মায়েরও দুঃখ ধরে
আমাকে আদর করে
সুখী করার আশে
ছেলে যবে দুষ্ট হয়
মায়ের মনও কষ্ট পায়
তবু মা'র মন চায়
ছেলে থাক পাশে
যাই আমি যত দূরে
মা'যে ডাকে সূরে
ফিরে আয় তুই ঘরে
আমিযে একলা বসে
যদি আমি করি ভূল
দিতে হয় তার মাসুল
মা যেন কুসুম ফুল
মেনে নেয় শেষে
মায়ের মুখের বাণী
আমি কান পেতে শুনি
চেষ্টা করে মানি
উপকার পরে আসে
কেউ যদি বকে মোরে
মা বলে ইসৎ স্বরে
বকা দিবে কেনো তোরে?
তুই হলি বড়,আমার আশীসে
মা যখন হবে অচল
থাকবেনা দেহে বল
ঝড়াবো চোখের জল
পরিণত হব তার দাসে
বেঁচে আছি আমি এই আশে।