মাঝ রাতে মাঝে মাঝে মনে হয়
এই বুঝি সে, নিল আমার খোঁজ ।
কিছু ভাবনারা অর্থহীন, অদ্ভুত
রাতের ঘুম কেড়ে নিতে ভালোবাসে ।
জানি, হয়ত কোনোদিন সে আর
পথ ভুলেও ভুল পথে হাঁটবে না ,
যে পথের গন্তব্য শুধুই আমার ঠিকানা ।
সে আর, চিঠিও লিখবেনা আমায়
লাল-নীল খাম গুলো থাকবে পড়ে,
রঙ হারাবে, অবহেলার ফিকে রোদ্দুরে ।
কালো মেঘেরা আসবে আর যাবে
যেন, ভয় পাবে তারাও অঝরে
বৃষ্টি ঝরাতে, আমার শুষ্ক উঠোনে ।
আমিও না হয় ভিজতাম একটু আধটু
ধুয়ে যেত, কিছু প্রত্যাহত ভাবনারাও
জেনে যেত তারাও, তাদের অস্তিত্ব ।