স্বপ্নে বুনেছি আমার-তোমার সংসার, ঘর, ঘরের প্রতিটি কোনা
জানালায় পর্দার রঙ, ব্যালকনিতে উইন্ড চাইম, কিছু ফুলের টব,
দেয়ালে আমাদের কিছু ছবি, আর আমার পছন্দের আসবাব ।
প্রত্যেক সকালে আদর করে তোমায় ঘুম থেকে ওঠানো
তারপর, নিজের হাতে তোমার জন্য কফি বানিয়ে বলবো-
অনেক দেরি হয়ে গেছে, রেডি হও, অফিস যাবে না আজ ?
তোমার পছন্দের খাবার রান্না করা, আর নিজেকে সাজানো
ঠিক যেমনটা তুমি ভালোবেসে দেখতে চাও আমায় ।
লাল-হলুদের ঢাকাই জামদানি, কপালে লাল টিপ,
চোখে কাজল, হাতে কঙ্কণ আর, সিঁথিতে তোমার নামের সিঁদুর ।
আচ্ছা, তোমার মনে পড়ে প্রতি বিকেলে লেকের পাড় ধরে
পাশাপাশি হেঁটে চলার সেই মুহূর্ত গুলোর স্মৃতি,
হাজারো প্রতিশ্রুতি তোমার দেওয়া আমাকে ।
আজ বড্ড অবাক লাগছে জানো স্বপ্নগুলো কোথায় কখন যে
হারিয়ে গেলো জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না ।
তুমি, তোমার বাস্তবতা আমার স্বপ্নগুলো পূরণ হতে দেয়নি সেদিন ।
মনে পড়ে কি তোমার ?
স্বপ্নগুলোকে নীরবে বিলীন হতে দেখেছি সেদিন আমার আকাশে,
সে রাতে তুমি খসে পড়েছিলে তারা হয়ে আকাশ থেকে ।
তারা খসে পড়তে দেখে নতুন কোনো স্বপ্ন বুনিনি আর সেদিন ।
আর কখনো স্বপ্ন বোনা হয়ে ওঠেনি জানো, আসলে সাহস হয়ে ওঠেনি
জানো কি তুমি ?