তোমার অস্তিত্ব যখন কারো অস্বস্তির কারণ হয়ে ওঠে
তখন নিজেকে সরিয়ে নিও, হারিয়ে যেও অচিনপুরে
মিথ্যে আশ্বাসে ঘর বেঁধো না, খোঁজ নেবে না কেউ
খুঁজবেও না তোমায় কেউ, রাত দুপুরে, এই শহরে
অবাক করা এই দুনিয়ায়, কেউ কারো নয় আপন
স্বার্থ শেষে অভিনয় বদলে যাবে, প্রতি রাতপ্রহরে