একই ভাবে দিনের পর দিন কেটে যাওয়ার নাম
যদি জীবন হত, তবে এমন জীবনের প্রয়োজন কি ?
উচ্চশিক্ষিত হয়েও বেকারত্বের নাম
যদি শিক্ষিত হওয়া হত, তবে এমন সমাজের প্রয়োজন কি ?
কাছাকাছি থেকেও দূরত্ব অনুভবের নাম
যদি সংসার হত, তবে এমন জীবনসঙ্গীর প্রয়োজন কি ?
শরীরী চাহিদা মেটানোর নাম
যদি ভালোবাসা হত, তবে এমন ভালোবাসার প্রয়োজন কি ?
স্বল্প আঘাতে, অবিশ্বাসে ভাঙ্গনের নাম
যদি সম্পর্ক হত, তবে এমন সম্পর্কের প্রয়োজন কি ?
সত্যিই কি এসবের প্রয়োজন আছে ?