আমাদের অনুভূতি গুলো প্রতিনিয়ত বদলাতে থাকে,
তেমনি মানুষের জীবনের খারাপ সময় গুলোও
বদলে যায় সময়ের সাথে, কিছুই থাকেনা থেমে
শুধু দরকার একটু সাহস আর প্রতীক্ষার ।।
সকাল হক আর সন্ধ্যাই হক না কেনো,
গরম চায়ের কাপ থেকে উঠে আসা ধোঁয়ায়
কখনও নিজেকে খুঁজে দেখেছেন কি ?
দেখবেন অনুভূতি গুলো যেমন আলাদা,
তেমনি সাগরের ধারে বালুচরের উপর দিয়ে
একা হেঁটে চলার অনুভূতি গুলোও সম্পূর্ণ আলাদা ।।
সবাই বলে জীবনের রাজপথ পাড়ি দিতে যদি একজন
সঙ্গী থাকে, তাহলে জীবনটা নাকি অনেক সহজ হয়ে যায় ।
কিন্তু, কিছুটা পথ হলেও একা আপনাকে হেঁটে যেতে হবেই
তাই, একা হেঁটে যান যদি দেখবেন অনুভূতি গুলো সম্পূর্ণ ভিন্ন ।।
সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে, আবার সূর্যদয়ের সাথে
নিজেকে কখনো খুঁজে পেয়েছেন কি ? যদি পেয়ে থাকেন
তাহলে জানবেন অনুভূতি গুলো সম্পূর্ণ আলাদা , ভিন্ন ।।
এমনি করে অনুভূতি গুলো একে অপরের থেকে পৃথক,
তেমনি প্রতিটি মানুষ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা
একদম ভিন্ন ভিন্ন সত্তা, তাই পরস্পরের তুলনাটা অপ্রীতিকর ।।