দিন শেষে পাখিরা ফেরে নীড়ে ,
কখনও খুঁজে পায় তো কখনও বা পায় না ,
কেউ হয়ত ভেঙ্গে দিয়েছে তার কষ্টে গড়া বাসা ।

জীবনের প্রতিটি পাতা জুড়ে
তিলে তিলে যে গল্পটা লেখা হয় ,
তা একদিন হঠাৎ করেই অজানা হয়ে যায় ।
লেখক হারিয়ে যায়, ঘরের কোণও এক দেওয়ালে
তাঁর ছবি স্থান পায়, সাথে একটি পুষ্পমালা, চন্দনের ফোঁটা ।

যে সংসার তারই ভালবাসায় গড়া,
যে পরিবারের কর্তা বা অধিপতি তিনি,  
যে ঘর তারই রক্ত জল করা অর্থে তৈরি,
আজ আর তাঁর কোনো অধিকার নেই তাতে
এত বছর ধরে যে তাঁর চিরসঙ্গী হয়ে ছিল, আজ সেও একা ।

জীবন, নিশ্চয়তার ঘর গড়তে গড়তে
ভুলে যায়, ঘরের খুঁটি বা স্তম্ভ গুলো অনিশ্চয়তায় গড়া ।
আজ তার অস্তিত্ব অর্থপূর্ণ হলেও, কাল হয়ত সে অর্থহীন
একবার এলে ফিরে তো যেতেই হবে, এটাই চিরসত্য, বাস্তব ।