রাত জাগা তারা গুলো দিন শেষে,
ঘরের বাতি নিভে যাওয়ার প্রতীক্ষায়।
উৎকণ্ঠায় প্রহর গোনে, দীর্ঘশ্বাস ফেলে…
যদি অঝরে বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় সন্ধ্যা।
যেমন করে হৃদয় আকাশে মেঘ করে আসে,
তবে তো, প্রতীক্ষার অবসান ঘটবে অকালেই।
ফিরে যেতে হবে, অথবা হয়ত হবে নক্ষত্রের পতন…