ব্যস্ত শহর ব্যস্ত পথঘাট,
ব্যস্ত মানব জীবন ।
আখের গোছাতে সবাই আজ,
জ্বালছে সম্পর্কে আগুন ।
সুখের খোঁজে দিশেহারা হয়ে,
আপন কে করেছে পর ।
পরমসুখ প্রাপ্তির নেশায়,
বোঝেনি আজ-এর কদর ।
সুখ সুখ করে কেঁদে কেঁদে,
জনম করছে পার ।
সকলকে নিয়ে খুশি থাকার,
হারিয়েছে সব বিচার ।
একা থাকতে এখন সবাই,
বড্ড ভালোবাসে ।
নিজের মাঝে আত্নপরতা,
আড়ালে অট্টহাসি হাসে ।