মরণের খোঁজ করিতেছি রোজ,
কি করিলে পাইবো তাহার দেখা ।
কেউ কি আমায় বলিতে পারো ?
কবে শরীর ছাড়িয়া মেলিব পাখা ।
জীবনের রস শুকায়েছে যত,  
ফুরাইয়া গেছে বাঁচিবার আশা ।
অন্তঃসারশূন্য হইয়াছে হৃদয়,
মিছে অভিনয় বাঁধিতেছে বাসা ।
শূন্য, শূন্য, এ বিশ্বজগৎ
দেখাইলো কত যে রঙ্গ তামাশা ।
এইবার শুধু যাইবার পালা, হয়ত
পরপারেই মিলিবে সর্ব সুখের পরিভাষা ।