কিছু গল্প কিছু কবিতা ,
সবই অবুজ মনের ব্যথা ।।

পাতার পর পাতা জুড়ে ,
ভালোবাসা থাকুক সুখে ঘিরে ।।

আমি না হয় একলা ভালো ,
শূন্য ঘরে জ্বালবো আলো ।।

একটু লিখে হালকা মন ,
অভিমান গুলোর আচ্ছাদন ।।

জীবন যতই বয়স বাড়ায় ,
কবিতারা সব ছন্দ হারায় ।।

গল্পের ডালি ধূলোয় মেশে ,
অস্তিত্ব তখন নিরুদ্দেশে ।।