রাত তখন ২.৩০ , নিস্তব্ধ চারপাশ
রাস্তার পাশেই থাকা বাড়িটায়, জেগে
ঘড়ির কাঁটার শব্দ টিক টিক টিক, স্পষ্ট ।
অপলক দৃষ্টিতে সিলিং ফ্যান এর দিকে
তাকিয়ে, কি যে ভাবছে কেউ জানে না ।
চোখে ঘুম নেই, প্রতিটি রাত এভাবেই কাটে
অনিদ্রা রোগে ভুগছে কিছু বছর ধরে ।
মাঝে মাঝে চৌরাস্তার মোড়ে শোনা যাচ্ছে ,
রাতের প্রহরীর হুইসল এর শব্দ ।
প্রতি নিদ্রাবিহীন রাতেই পুনঃদর্শন করে
তার অতীত স্মৃতি, যেন এক চলচ্চিত্র ।
হঠাৎ মনে হল একটি গাড়ি প্রচণ্ড বেগে
ছুটে গলির রাস্তা ধরে হাইওয়েতে উঠেছে ।
কেন জানিনা অনুভূত হল, দুর্ঘটনা হতে চলেছে
বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে এল ।
ভাবা শেষ হতে না হতেই, কানে এলো হর্ন-এর
অনবরত শব্দ, বেজেই চলেছে সবকিছু উপেক্ষা করে ।
তীব্র উৎকণ্ঠায় রাত পার , ভোর হতেই জানা গেলো
কাল রাতে চৌরাস্তা যেখানে হাইওয়েতে মেশে,
একটি গাড়ি হাইওয়েতে দারিয়ে থাকা লাইন ট্রাকে ধাক্কা মারে
তৎক্ষণাৎ মৃত্যু হয় গাড়ির চার আরোহীর ( spot death )
এভাবেই সাক্ষী হয়ে থেকে যায় হাজারো গল্পের, শত অনিদ্র চোখ ।
( একটি সত্য অনুভূতি ও ঘটনা অবলম্বনে , কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন তবুও ছোট্ট প্রচেষ্টা )