কিছু বেদনার আওয়াজ থাকে না,
মনের গহীনে নীরবে অশ্রুপাত করে ।

কিছু স্বপ্ন ভাঙ্গনের আওয়াজ থাকে না,
নির্ঝরে ঝরে পড়ে পাষাণ হৃদয়ে ।

কিছু প্রতিজ্ঞার আওয়াজ থাকে না,
সহজেই অদৃশ্য হয়ে যায় স্বার্থে মিশে ।

কিছু অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ থাকে না,
সঠিক ন্যায়বিচার হয়না বলে ।

কিছু সম্পর্কের আওয়াজ থাকে না,
সমাজের স্বীকৃতি পায় না বলে ।

কিছু গল্প-কবিতার আওয়াজ থাকে না,
সঠিক হাত কলম ধরে না বলে ।