বাতাস ভয় পাই ভয় পাই জল ও আগুন
অথচ এদের সাথে কতো নিবিড় অন্তরঙ্গতা সখ্য ।
কেউ রূপ পাল্টাতে সময় নেয় না, রুপ পাল্টালে সে আর আপন থাকে না।

বাতাস ঝড় হয়ে ওঠে আমি ভয় পাই,
জল বন্যা হয়ে আসে, উত্তাল ঢেউ হয়ে আসে
আমি ভয় পাই;
আর আগুনতো পোড়াতে আসে সুযোগ পেলেই,
দাবানলে পোড়াতে থাকে পৃথিবীর হৃদয়
আমি ভয় পাই।

যাদের আদিখ্যেতায় বেঁচে আছি
তারাই  বীভৎস ভয় দেখায়
মরে মরে বেঁচে আছি বেঁচে থাকছি
অন্যের দেয়া জীবনের জন্য বাঁচিয়ে রাখছি
মৃত্যু ভয়!




০৮ এপ্রিল ২০২৫