স্বপ্নের বুক চিরে বেড়োয় শ্বাষ, প্রাণের স্ফুলিঙ্গ
পরবাস পরিতাপ অতীত শ্রাবণ। মুগ্ধ গোলাপ
উষ্ণতা ছড়ায় বসন্তের মতো, শীত কেবল আল্লাদের
অসুখ, ভোরের সুখ ফিরে আসুক শৈশবের মতো।

আঁচল হাওয়ার প্রেম ফাল্গুনের গান ধরে, ফুল জানায়
অন্তিম আকুতি, রঙের আকর্ষণ তীব্র হতে থাকে,
সে এক সাধের কোল, যেখানে মৃত্যুকে ভুলে থাকা যায়,
সে সুখের আদলে ফিরে আসে রোদ।

চোখের আয়নায় কামনার চলচ্চিত্র, ঢেউ ঢেউ
আনন্দ জল সাঁতরে বেড়ায় দেহের সমুদ্র, অনন্তজীবন
এর আগে চাইনি, বাঁচতে চাইনি বিষন্ন স্বর্গে,
মুক্তির মায়ায় আগন্তুক হতে চেয়েছি বারবার।