মৃত্যু সুধার মতো প্রেম নেই এ মহাশূণ্যের কোথাও
নর-নারী প্রেমে যে মাতাল আবেশ তার
ভেতরে বাসা বেঁধে আছে ক্ষুধা তৃষ্ণা
কামনার অতৃপ্ত বাসনা। মৃত্যুর মধ্যে নেই সে
পাওয়া না পাওয়ার মিথ্যে যন্ত্রনা। নেই মোহ
মমতার বেদনার মায়াজাল।
অজ্ঞাত লাশের বিজ্ঞপ্তী দেখে খুঁজে ফিরি নিজের মুখ, ভালোবেসে ব্যথা পাচ্ছি, এই ব্যথাই আমার আপন ভাবছি। ভালোবাসা ব্যথা হয়ে বসে আছে বুকের মাঝে। থাক অনুভবে তোমার চলন, ব্যথার পীড়ন। আমি যার জন্য খুনি হয়েছি, তাকেও খুন করতে হাত
কাঁপবেনা। দেখব পীড়নের প্রেমের রূপ!
মনের মানচিত্রে যে নদী তাতে জোৎস্না ফেলে
গুনি ঢেউয়ের ভাঙন। মৃত্যু হোক, বার বার মৃত্যু পার হয়ে আনন্দ পাখি খুঁজে নেয় পাখা মেলার সুখ। সে ঠোঁটের মরু তৃষ্ণায় মরে হয়ে যাচ্ছে
হৃদয় সরোবর, তার ঠোঁটে বিষ থাকুক, মৃত্যুর
আনন্দে মহোৎসব হবে, প্রেমের মিলন।
আলো ফেলো বুকে অথবা যত আছে আঁধার
আড়াল, আনন্দ ডুবে থাকে আঁধারে, আলো ফেলে ফেলে আবিস্কার করতে হয় আনন্দ মূল।
ফুলের জীবনে দিন না এলে কি হত এই রুপ মহিমার, যদিও গন্ধ সুধার কারিশমা আছে তবুও আলোর প্রেম বিনে ফোটে না আনন্দের আড়াল।
১৭ মে ২০২৪