দিগ্বলয়ের চূড়ায় উঠে হাসি মহাদেবের হাসি
আমি আসন আমার শ্মশানে, ধ্রুম্রজালে চাঁদ হাসে।
জীবনের এই রঙ্গ রসে পৃথিবীর কি যায় আসে?
তর্সোর ঐ ছুড়ির মতো রক্তের নেশায় মাতাল যে, তার উড়ুতেই আমার স্বর্গ নামবে, বিকল্প কোনো বিনিময় নেই।
ভার্চুয়াল রমন শেষে আমি আবার গোসলে যাই,
আত্মমৌথুনের কীর্তন শেষে নিজেই একা
আলাদা হই, একের ভিতর বহুর চারন কারো
অন্তরে কেহই নেই।
জীবনে কন্ট্রাস্ট না থাকলে জীবনের আনন্দ নেই, ভালোবাসার কন্ট্রাস্ট কী?...............
এও এক রাজত্ব, আনন্দের চূঁড়ায় রাজত্ব,
জ্ঞানের সিঁড়ি পার হয়ে হয়ে অচুরান্ত আনন্দের চূঁড়া, মায়ার নাম ধরে যেখানে ওৎ
পেতে আছে প্রেম, আত্মার সাজ ঘরে।
০৯ মে ২০২৪